Site icon janatar kalam

মুসলিম মহিলারাও স্বামীর কাছে ভরণপোষণ চাইতে পারেন : সুপ্রিম কোর্ট

জনতার কলম ওয়েবডেস্ক :- বিবাহবিচ্ছেদ সংক্রান্ত আবেদনের বিষয়ে, সুপ্রিম কোর্ট আবারও তার সিদ্ধান্তে বলেছে যে একজন মুসলিম মহিলা তার স্বামীর বিরুদ্ধে ১২৫ সিআরপিসি ধারায় ভরণপোষণের জন্য আবেদন করতে পারেন। বিচারপতি বিবি নাগারথনা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ পৃথক রায় দিলেও উভয়ের অভিমত একই। সুপ্রিম কোর্ট বলেছে যে এই ধারাটি সমস্ত বিবাহিত এবং অবিবাহিত মহিলাদের জন্য প্রযোজ্য, তাদের ধর্ম নির্বিশেষে।

সুপ্রিম কোর্ট বলেছে যে মুসলিম মহিলারাও এই বিধানের আশ্রয় নিতে পারেন। আসলে, একজন মুসলিম ব্যক্তি তার স্ত্রীকে ভরণপোষণ দেওয়ার জন্য তেলেঙ্গানা হাইকোর্টের আদেশকে SC-তে চ্যালেঞ্জ করেছিলেন। এই আবেদনের শুনানিকালে এ সংক্রান্ত বিস্তারিত দিকগুলো শুনানি করে এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন এসসি।

Exit mobile version