জনতার কলম ওয়েবডেস্ক :- আজ তথা, বৃহস্পতিবার শপথ গ্রহণ করলেন তেলেঙ্গানার নব নির্বাচিত মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি। পদে আসীন হতেই কাজ শুরু করে দিলেন। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই দুটো ফাইলে সই করে দিলেন। কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচনী প্রচারে রাজ্যবাসীকে দেওয়া ছয় প্রতিশ্রুতি পূরণের ফাইল একটি আর একটি ফাইল বিশেষভাবে সক্ষম মহিলাকে চাকরি দেওয়ার কথা রাখলেন তিনি।