Site icon janatar kalam

মুখ্যমন্ত্রী স্বপ্ন পূরন করলো রাজ্যবাসীর, ১৭জন ছাত্র-ছাত্রী নিয়ে যাত্রা শুরু করলো ডেন্টাল কলেজ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে একটা ডেন্টাল কলেজ হউক এই স্বপ্ন ছিল রাজ্যবাসির। দীর্ঘ সময় ধরে এই কলেজ খোলার জন্য রাজ্য সরকারের উপর চাপ ছিল। শেষে স্বপ্ন পূরণ হল। শুধু স্বপ্ন পূরণই হয় নি, রাজ্যবাসির স্বপ্নের ডেন্টাল কলেজের যাত্রা শুরু হয়ে গিয়েছে। আগরতলা সরকারি ডেন্টাল কলেজে ইতিমধ্যে ১৭ জন ছাত্র ছাত্রী ভর্তি হয়েছে। কাউন্সিলিং প্রক্রিয়া এখনও চলছে। আরও ২৩ জন ছাত্র ছাত্রী ভর্তি হবে। ১৮ জন ফ্যাকাল্টিও যোগ দিয়েছেন। শনিবার জানিয়েছেন কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ্যা ডাঃ শালু রাই। তিনি জানিয়েছেন এটা একটা মেইল স্টোন। রাজ্যে একটি সরকারি ডেন্টাল কলেজ শুরু হয়েছে। তার উপর খুব বড় গুরু দায়িত্ব। দেশের মধ্যে উচ্চ মানের কলেজ হিসেবে একে বানাতে হবে। যার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হবে। তবে এদিন জানিয়েছেন ছাত্র ছাত্রীদের ইন্ডাকশান শুরু হয়ে গিয়েছে। সাত আটটি বিভাগ রয়েছে। ছাত্র ছাত্রীরা এক একেকটি বিভাগে গিয়ে দেখছে কি কি হয়। পুরো এক সপ্তাহ ইন্ডাকশান হবে। তিনি এদিন এমনটাও জানান যেহেতু প্রথম ব্যাচ , এই ব্যাচকে তারা ভাল করে তৈরি করবেন। এটা একটা চ্যালেঞ্জও। ছাত্র ছাত্রীরাও এদিন তাদের খুশি ব্যক্ত করেছেন।

Exit mobile version