Site icon janatar kalam

মুখ্যমন্ত্রী সমীপেষু’-তে আজও সাধারণ মানুষকে চিকিৎসায় সহায়তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচির ৪২তম পর্বে আজও সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানাবিধ সমস্যা নিয়ে সাহায্য প্রত্যাশীগণ এসেছিলেন মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে। চিকিৎসা, কর্মসংস্থান সহ বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রী সমস্যা-পীড়িতদের সাথে কথা বলেন ও তাদের সমস্যার তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেন।

আগরতলার পশ্চিম প্রতাপগড়ের পেশায় কাঠমিস্ত্রি ক্যান্সার আক্রান্ত অর্জুন সূত্রধর এবং কমলপুর হালহালির দিনমজুর কৃষ্ণ দেবনাথ এসেছিলেন জটিল অসুখে আক্রান্ত তার কন্যার চিকিৎসার সাহায্যের আর্জি নিয়ে। মুখ্যমন্ত্রী অর্জুন সূত্রধর এবং কৃষ্ণ দেবনাথের কন্যার চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থার পাশাপাশি সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর থেকে তাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন। খোয়াই হাতিমারা পাড়ার কৃষিজীবী পীযূষ দেববর্মা চিকিৎসা সহায়তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানালে মুখ্যমন্ত্রী তাকে জিবি হাসপাতালে চিকিৎসার পরামর্শ দেন।

রামনগরের দেবযানী ভট্টাচার্য্য তার চিকিৎসা এবং মেয়ের কর্মসংস্থানের জন্য মুখ্যমন্ত্রীর সাহায্য চাইলে মুখ্যমন্ত্রী সাথে সাথে জিবিপি হাসপাতালের মেডিক্যাল সুপারের সাথে কথা বলে দেবযানী ভট্টাচার্য্যের চিকিৎসা নিখরচায় করার ব্যবস্থা করে দেন।

উদয়পুরের পেশায় দিনমজুর নন্দদুলাল সাহার চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী বিনামূল্যে ওষুধের ব্যবস্থার পাশাপাশি লেবার কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে পূর্ব চাম্পামুড়ার মিঠু পাল (দাস) মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে তার সমস্যার সমাধানের ব্যপারে আশ্বস্ত হন।

পূর্ব যোগেন্দ্রনগরের ক্যান্সার আক্রান্ত অপর্ণা সাহা, আগরতলার চন্দ্রপুরের রঞ্জন ভৌমিক তার ছেলের চিকিৎসা, পশ্চিম প্রতাপগড়ের জয়নাল আব্দুল প্রমুখ চিকিৎসায় সহায়তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানান। মুখ্যমন্ত্রী তাদের প্রত্যেকের চিকিৎসায় প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্যে, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব তাপস রায়, মুখ্যমন্ত্রী সচিবালয়ের অতিরিক্ত সচিব ড. সমিত রায় চৌধুরী, জিবিপি হাসপাতালের মেডিক্যাল সুপার ডাঃ শঙ্কর চক্রবর্তী, অটল বিহারী বাজপেয়ী আঞ্চলিক ক্যান্সার হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. এস দেববর্মা, আইজিএম হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. দেবাশ্রী দেববর্মা সহ আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার সংশ্লিষ্ট আধিকারিকগণ আজ মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

Exit mobile version