Site icon janatar kalam

মিজ়োরামে দুর্ঘটনার কবলে পড়ল মায়ানমার সেনার একটি বিমান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জনতার কলম ওয়েবডেস্ক :- মিজ়োরামে দুর্ঘটনার কবলে পড়ল মায়ানমার সেনার একটি বিমান। মঙ্গলবার সকালে উত্তর-পূর্বের এই রাজ্যের লেংপুই বিমানবন্দরে নামার সময়ে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিমানটিতে ছিলেন ১৩ জন সেনা। তাঁদের মধ্যে আট জন আহত হয়েছেন। পর্বতে ঘেরা বিমানবন্দরটিতে বিমান অবতরণ করানো এমনিতেই কষ্টসাধ্য বলে জানিয়েছেন স্থানীয়রা। ওই বিমানবন্দরেই সকালে অবতরণ করার সময় চাকা পিছলে দুর্ঘটনার মুখে পড়ে মায়ানমার সেনার বিমানটি।

Exit mobile version