Site icon janatar kalam

মাস্টারপাড়ায় নতুন জল পরিশোধন প্ল্যান্ট! বিশুদ্ধ জলের উদ্যোগে মেয়র দীপক মজুমদার

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-শনিবার আগরতলা পুরনিগম (AMC)-এর মেয়র দীপক মজুমদার মাস্টারপাড়ার পুরনো নেতাজি আদর্শ শিক্ষা মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করেন। এলাকাবাসীর জন্য নতুন জল পাম্প ও পরিশোধন প্ল্যান্ট নির্মাণের প্রস্তাবিত স্থলটি পরিদর্শন করেন তিনি।

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের জন্য বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা।

মেয়র দীপক মজুমদারের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন পুরনিগমের কমিশনার দিলীপ কুমার চাকমা, সেন্ট্রাল জোনের চেয়ারপার্সন রত্না দত্ত, সরকারি আধিকারিক এবং স্থানীয় বাসিন্দারা।

মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র জানান, “রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার সহযোগিতায় এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য এলাকায় পানীয় জলের অভাব দূর করা।”

তিনি আরও বলেন, “স্কুল সংলগ্ন খোলা মাঠটি স্থানীয় শিশুদের খেলাধুলার একমাত্র জায়গা। প্রায় ১৬ গন্ডা জমি রয়েছে এখানে। আমরা যাচাই করব, প্ল্যান্টের জন্য কতটা জমি প্রয়োজন, এবং বাকি অংশটি শিশুদের জন্য সংরক্ষণ করে রাখব।”

মেয়র আরও জানান, “এই বিষয়ে আমি স্থানীয় বিধায়ক তথা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব, যাতে জনস্বাস্থ্য ও সমাজের চাহিদা—দুই-ই বজায় থাকে। বিশুদ্ধ জল যেমন প্রয়োজন, তেমনি শিশুদের খেলার জায়গাটিও সমান গুরুত্বপূর্ণ। দুই দিকের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করব।”

প্রস্তাবিত এই জল পরিশোধন প্ল্যান্টটি মাস্টারপাড়া ও আশেপাশের ওয়ার্ড মিলিয়ে প্রায় দুই থেকে আড়াই হাজার বাসিন্দার উপকারে আসবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে এলাকার জল পরিকাঠামোয় বড় পরিবর্তন ঘটবে।

Exit mobile version