জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সুশাসনের রাজ্যে মামলা লিপিবদ্ধ না করে থানা থেকে উল্টো সালিশির মাধ্যমে মীমাংসার পরামর্শ দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় পূর্ব আগরতলা মহিলা থানা। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে আক্রান্ত মা-মেয়ে। মামলা দায়ের পূর্ব আগরতলা থানায়। ঘটনাটি ঘটে রাজধানীর রবীন্দ্রনগর এলাকায়।
আক্রান্ত যুবতী জানান ১৯ নভেম্বর তাদের প্রতিবেশী নন্দলাল দেবনাথ ও তার পরিবার পরিজনরা জায়গা নিয়ে বিবাদকে কেন্দ্র করে তাদের উপর আক্রমণ চালায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রান্ত যুবতী পূর্ব আগরতলা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে। অভিযোগ পূর্ব মহিলা থানার পুলিশ মামলা লিপিবদ্ধ করতে অস্বীকার করে।
থানা থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয় এলাকায় শালিসি সভা করে ঘটনা মীমাংসা করে নেওয়ার জন্য। আক্রান্ত যুবতী আরও জানায় সে থানায় অভিযোগ পত্র জমা দিলেও, পুলিশ অভিযোগ পত্রের রিসিভ কপি দিতে চাইছে না। পূর্ব মহিলা থানার পুলিসের ভূমিকায় ক্ষোভ জানান তারা।