জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সিএম সাথ নামে একটি প্রকল্প ঘোষণা করেছেন। রাজ্যের মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য এই প্রকল্পের ঘোষণা করা হয়েছে। প্রতিবছর মাধ্যমিক উত্তীর্ণ ১০০ জন এবং উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ১০০ জনকে চিহ্নিত করে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। শুক্রবার সাংবাদিক সম্মেলনে একথা জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।
এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে হয় সাংবাদিক সম্মেলন। উপস্থিত ছিলেন মিডিয়া ইনচার্জ সুনিত সরকার সহ অন্যরা। রাজীব ভট্টাচার্য বলেন, নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুলিশ আপোষহীন নীতি নিয়ে কাজ করছে। মাফিয়া, জমির দালাল কাউকে ছাড়া হবে না।
তিনি আরও বলেন, চলতি বছরের ৩ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে প্রদেশ বিজেপির সদস্যতা অভিযান শুরু হয়েছিল রাজ্যে। বৃহস্পতিবার পর্যন্ত অনলাইনে প্রদেশ বিজেপির মেম্বার হয়েছে ৭ লক্ষ ৪৪ হাজার। অফলাইনে প্রায় ২ লক্ষ মেম্বার হয়েছে। আগামী দিনে সংগঠনকে ঢেলে সাজানোর জন্য শনিবার প্রদেশ বিজেপির প্রভারি রাজদীপ রায়, সাংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু, উত্তর পূর্বাঞ্চলের কোর্ডিনেটর সম্বিত পাত্রা, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে হবে প্রদেশ বিজেপির সাংগঠনিক বৈঠক।
আগামী দিনে সংগঠনকে ঢেলে সাজানোর জন্য সেই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। রাজ্যের জাতীয় সড়ককে ফোরলেনে উন্নীত করার জন্য কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক থেকে রাজ্যকে প্রায় ২৮০০ কোটি টাকার প্যাকেজ দেওয়া হয়েছে। তার জন্য প্রদেশ বিজেপি সভাপতি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীকে রাজ্যবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান।