জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের দুটি আসনে মঙ্গলবার উপভোট। এদিন সকাল সাতটা থেকেই ভোট শুরু হয়েছে। ধনপুর কেন্দ্র থেকে দুপুর পর্যন্ত যে চিত্র সামনে আসল এতে ছোট খাট ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ ভাবে হচ্ছে বলে চিত্র সামনে আসল। এই কেন্দ্রের শাসক দলীয় প্রার্থী বিন্দু দেবনাথকে দেখা গেল বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে ঘুরে ঘুরে খোঁজ খবর নিতে। তিনি জানান মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিচ্ছে। যে ভাবে ভোটাররা উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দানে এগিয়ে আসছেন এতে শুধু মাত্র ভোটের ফলাফলের দিন ক্ষনের অপেক্ষা মাত্র। প্রায় জায়গাতেই যে পরিমাণ ভোট আশা করা হয়েছিল এর থেকে বেশিই হয়েছে। এটা তাদের জন্য একটা সৌভাগ্য। এদিকে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উৎসাহ ছিল লক্ষ্য করার মত। বিশেষ করে কোন কোন ভোট কেন্দ্রে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। পাশাপাশি পুরুষ ভোটারদের ও উপস্থিতি এদিন দেখা যায়। লম্বা লাইন চোখে পড়ে। ভোটাররা জানান ভোট হচ্ছে শান্তিপূর্ণ। কোন ধরনের ঝামেলা নেই। ভোটারদের পাশপাশি ভোট কর্মী এবং বি এল ও দের কথা থেকেও ভোটের হাল হকিকত সম্পর্কে জানা যায়। এদিকে ধনপুর এলাকার মোহনভোগ ইংলিশ মিডিয়াম ভোট গ্রহণ কেন্দ্রের জনৈক ভোটার জানান ভোট গ্রহণ চলছে। আরও ভোটাররা ভোট দিতে আসছেন। ভোট শান্তিপূর্ণ হচ্ছে তবে এদিন সকালে এই কেন্দ্রে সি পি আই এম এবং তিপ্রা মথার কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। কিন্তু অভিযোগ আসে বিজেপি’র দিকে। কিন্তু তা ভোটারদের ভোট দানে কোন প্রভাব ফেলে নি। ভোটাররা ভোট দিতে আসছে।তবে সবচেয়ে উল্লেখযোগ্য আরেকটি দিক যা চোখে পড়ে প্রত্যেকটি বুথে নিরাপত্তা রক্ষীদের উপস্থিতি। ভোট গ্রহণ কেন্দ্রের ভিতর ও বাইরে দেখা যায় নিরাপত্তা রক্ষীদের কড়া প্রহরা। ভোট গ্রহণ কেন্দ্রে নির্বাচন কমিশন থেকে ভোটারদের সহায়তার জন্য হেল্প ডেক্সও রাখা হয়। ভোটারদেরও এই হেল্প ডেক্সের সহায়তা নিতে এদিন দেখা যায়। সব মিলিয়ে এই কেন্দ্রে ভোটারদের ভোট দানের ক্ষেত্রে উৎসাহের দিকটি সামনে আসে।