Site icon janatar kalam

মানুষের মৌলিক সমস্যা গুলি সমাধানের জন্য লড়াই করতে হবে : মানিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আরএসএস ফ্যাসিবাদী ভাবনা অনুসরণ করে চলছে। তারা বিজেপি সরকারকে নিয়ন্ত্রন করছে। দেশের সংবিধান ও গণতন্ত্রে আক্রমণ করা হচ্ছে। সংসদীয় ব্যবস্থা ধংস করে দেওয়ার চেষ্টা চলছে। এটাকে প্রতিহত করা না গেলে মানুষের জীবনের মৌলিক অর্থনৈতিক সমস্যা গুলির সমাধান করা যাবে না।

গণতন্ত্রের মূল ভিত্তিকে আক্রমণের হাত থেকে রক্ষা করতে হবে। বৃহস্পতিবার মহান নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষে আগরতলা টাউন হলে আলোচনা সভায় একথা বললেন পলিটব্যুরো সদস্য মানিক সরকার। মহান নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষে সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আগরতলা টাউন হলে হয় আলোচনা সভা।

আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন সংবিধান, ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্র, সংসদীয় ব্যবস্থা ও যুক্ত রাষ্ট্রীয় ব্যবস্থা অক্ষুন্ন রাখার জন্য প্রয়োজন ব্যাপকতর ঐক্য। মানুষের মৌলিক সমস্যা গুলি সমাধানের জন্য লড়াই করতে হবে।

অসংগঠিত মানুষকে সংগঠিত করতে হবে। মানুষের জীবনের জলন্ত সমস্যা গুলিকে নিয়ে এলাকা ভিত্তিক লড়াই সংগঠিত করার আহ্বান জানান মানিক সরকার। তিনি আরও বলেন জাতীয় স্তরে কি কি দাবিকে সামনে রেখে আন্দোলন করা হচ্ছে, সেই দিকে তাকিয়ে থাকলে হবে না।

এই আলোচনা সভায় পলিটব্যুরো সদস্য মানিক সরকার ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, মানিক দে, নরেশ জমাতিয়া, তপন চক্রবর্তী, মতি লাল সরকার সহ অন্যান্য নেতৃত্ব।

Exit mobile version