Site icon janatar kalam

মানুষের গণতান্ত্রিক অধিকার যেভাবে হরণ করা হয়েছে, তাতে এমন ফলাফল প্রত্যাশায় ছিল : আশীষ 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য বিধানসভার ধনপুর ও বক্সনগর কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণা। ঘোষিত ফলাফলে জয়জয়কার শাসক দল বিজেপির।দুই কেন্দ্রেই বিজেপি প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে। এরমধ্যে জয়ের ব্যবধানে রেকর্ড গড়ল বক্সনগর কেন্দ্রের জয়ী প্রার্থী তফাজ্জল হোসেন। যে ফলাফলকে নিয়ে রাজ্যের রাজনীতিতে শুরু হয়ে গেছে এখন নতুন করে চর্চা। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম এখন রাজ্য রাজনীতি। ঘোষিত ফলাফল প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন মানুষের গণতান্ত্রিক অধিকার যেভাবে হরণ করা হয়েছে, তাতে এমনটা ফলাফল হবে প্রত্যাশায় ছিল। রাজ্যে বিজেপি যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এভাবেই মানুষের গণতান্ত্রিক অধিকার ভূলনঠিত হবে। এই নির্বাচন ও গণনা প্রহসনাতক। ছয় মাস আগে যে দল জয়ী হয়েছে সেই দল উপনির্বাচনে জামানত জব্দ। এই সময়ের মধ্যে কি এমন উন্নয়ন হলো যে এই ফলাফল। আসলে অর্থ বল ও বাহুবল প্রয়োগের কারণেই এই ফলাফল। জনমতকে যারা উপেক্ষা করবে অসম্মান জানাবে, তাদের জন্য ভবিষ্যৎ অত্যন্ত খারাপ হবে বলে মনে করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী সাহা।

 

 

Exit mobile version