জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত করতে সংকল্প নেওয়া হয়েছে। মানুষকে কিভাবে আত্মনির্ভর করে তোলা যায় সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী মার্গ দর্শনে যেভাবে দেশ চলছে সেইভাবে ত্রিপুরা রাজ্য এগিয়ে চলেছে , শনিবার সূর্যমনি নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যবাসীর উদ্দেশ্যে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা , তাছাড়া এদিন তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী দেশে মানুষের জন্য চিন্তাভাবনা করার প্রতিফলন হল তিন রাজ্যের ফলাফলে বিজেপি-র জয়।দেশের মধ্যে মহিলাদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে দেখে প্রধানমন্ত্রী বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান তুলেছেন। মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে। বিশেষ করে চাকরি ক্ষেত্রে ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে মহিলাদের জন্য। যাতে মহিলারা অগ্রসর হতে পারে। তারা অগ্রসর হলেই দেশ এবং রাজ্য অগ্রসর হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তার পাশাপাশি সুশাসন ০.২ এবং বিকশিত সংকল্প যাত্রার মাধ্যমে মানুষের মধ্যে সঠিকভাবে সুযোগ-সুবিধা করছে দিতে চাইছে সরকার বলে জানালেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে এলাকার মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।