Site icon janatar kalam

মানুষই পারে মানুষের রক্তের যোগান দিতে, তাই সকলকে রক্তদানে এগিয়ে আসতে হবে : মেয়র 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আলোর উৎসবকে সামনে রেখে সামাজিক কর্মসূচী রাজধানীর পুরনো মোটরস্ট্যান্ড শনিতলা কালী পূজা কমিটি ও বিবিসি ক্লাবের। মঙ্গলবার শনিতলা এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ আয়োজকরা। শিবিরে বলেন, সবচেয়ে মহৎ দান হলো রক্তদান। এই ধরনের কর্মসূচিতে এগিয়ে এসেছে বিবিসি ক্লাব।

এরূপ সামাজিক কাজে ক্লাব কর্তৃপক্ষ এগিয়ে আসায় তাদের স্বাগত জানান। একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গেলে রক্তের প্রয়োজন হয়। মানুষই পারে মানুষের রক্তের যোগান দিতে। তাই সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান মেয়র। সকলে রক্তদানে এগিয়ে আসলে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সঙ্কট দেখা দেবে না।

কিছুদিন আগে রাজ্যে ব্লাড ব্যাংক গুলির মধ্যে রক্তের সঙ্কট দেখা দিয়েছিল। তারপর মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন রক্তদানে এগিয়ে আসার জন্য। মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থা রক্তদানে এগিয়ে আসে। এদিন শিবির ঘিরে লোকজনের মধ্যে ভালো সাড়া পড়ে।

 

 

Exit mobile version