Site icon janatar kalam

মানব পাচারকারী জাকির হোসেন আটক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বিভিন্ন প্রান্তে সক্রিয় মানব পাচারকারীরা। এরা প্রতিনিয়ত টাকার বিনিময়ে বাংলাদেশিদের অনুপ্রবেশে সাহায্য লড়ছে। মানব পাচারকারী জাকির হোসেন কে গ্রেফতার করেছেআগরতলা জি আর পি থানার পুলিশ। তার বাড়ি সোনামুড়া মহকুমার ধনপুরে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন আগরতল রেল পুলিশের ওসি তাপস দাস।

ধৃত যুবককে জিগ্রাসাবাদ করে মানব পাচারের চসঙ্গে জড়িত আরো কয়েক জনের নাম জানতে পারে পুলিশ। এর পিছনে কতটা সত্যতা তা যাচাই করে দেখছে রেল পুলিশ। তাপস বাবু জানান, তাদের বিভিন্ন সিস্টার এজেন্সি ও বি এস এফের গোয়েন্দা শাখায় নামগুলি পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে মঙ্গলবার ধৃত যুবককে আদালতে তোলা হয় গুলিশ রিমান্ড চেয়ে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এখন নিরাপদ করিডোর হয়েছে ত্রিপুরা সীমান্ত। আর তাতে সাহায্য করছে ভারতের মানব পাচারকারীরা। কিছু টাকার জন্যে এরা দেশকে ভবিষ্যতের জন্যে মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। তাই এই সমস্ত মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

Exit mobile version