janatar kalam Home রাজ্য মাদ্রাসায় পড়ানোর জন্য সময় মতো সহজে জেনারেল বইয়ের ব্যবস্থা করার দাবিতে সাংবাদিক সম্মেলন
রাজ্য শিক্ষা

মাদ্রাসায় পড়ানোর জন্য সময় মতো সহজে জেনারেল বইয়ের ব্যবস্থা করার দাবিতে সাংবাদিক সম্মেলন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সর্বভারতীয় কৌমী মাদ্রাসা বোর্ডের রীতি-নীতি ও সংবিধান অনুযায়ী প্রায় ১৫৮ বৎসর থেকে চলে আসা কৌমী মাদ্রাসা গুলির পঠন-পাঠন তথা যাবতীয় ব্যাপারে সাংবিধানিক অধিকার বহাল রাখা, শিক্ষার্থীদের জন্য ইউ ডি আই এস ই/ পেন কোড পাওয়ার সহজ প্রক্রিয়ার ব্যবস্থা,সর্বভারতীয় রাবেতা বোর্ড কর্তৃক মাদ্রাসাগুলিকে যে ১০ দফা সার্কুলার দেওয়া হয়েছে, সে ব্যাপারে অবগত করা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি।

মঙ্গলবার রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া ত্রিপুরা তথা নিখিল ত্রিপুরা কৌমী মাদ্রাসা বোর্ডের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি জমা দেওয়া হয়। সাংবাদিক সম্মেলনে জানান সংগঠনের কর্মকর্তারা। তারা জানান মুখ্যমন্ত্রীর পাশাপাশি মুখ্যসচিবকেও স্মারকপত্র দেওয়া হয়েছে। এদিন সংগঠনের তরফে দাবি জানানো হয়েছে মাদ্রাসায় পড়ানোর জন্য সময় মতো সহজে জেনারেল বইয়ের ব্যবস্থা করার। এদিন সংগঠনের তরফে আগরতলা শিবনগর গেদু মিয়ার মসজিদ প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুফতি তৈয়ীবুর রহমান সহ অন্যরা।

Exit mobile version