জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা রাজ্যে আগে একটা জাতীয় সড়ক ছিল। বর্তমানে রাজ্যে ৯ টি জাতীয় সড়ক রয়েছে। ৬ টি জাতীয় সড়কের কাজ শুরু হয়ে গেছে এবং কাজ প্রায় শেষ পর্যায়ে। মিটার গেজের রেল পরিষেবার পরিবর্তে রাজ্যে ব্রডগেজ রেল পরিষেবা চালু হয়ে গেছে। সহসাই আগরতলা থেকে বন্দে ভারত এক্সপেস ট্রেন চালু হয়ে যাবে বলে দাবি করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য।
সোমবার তিনি সদস্যতা অভিযানে নেমে এই দাবি করেন। চলতি মাসের ৩ তারিখ থেকে চলছে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান। রাজ্যের বিভিন্ন মণ্ডলে সদস্যতা অভিযানে অংশ নিচ্ছেন দলীয় নেতা-মন্ত্রী বিধায়করা। রাজ্যজুড়ে বিজেপির সদস্যতা অভিযানের অঙ্গ হিসাবে বিজেপির এসসি মোর্চার উদ্যোগে সোমবার মহারাজগঞ্জ বাজার মৎস্য হোলসেল ব্যবসায়ীদের মধ্যে সদস্যপদ সংগ্রহ অভিযান চলে।
উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, এসসি মোর্চার রাজ্য সভাপতি অরবিন্দ দাস সহ অন্যান্যরা। এদিনের কর্মসূচীতে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন ত্রিপুরা রাজ্যে আগে একটা জাতীয় সড়ক ছিল। বর্তমানে রাজ্যে ৯ টি জাতীয় সড়ক রয়েছে।
৬ টি জাতীয় সড়কের কাজ শুরু হয়ে গেছে এবং কাজ প্রায় শেষ পর্যায়ে। মিটার গেজের রেল পরিষেবার পরিবর্তে রাজ্যে ব্রডগেজ রেল পরিষেবা চালু হয়ে গেছে। সহসাই আগরতলা থেকে বন্দে ভারত এক্সপেস ট্রেন চালু হয়ে যাবে বলে দাবি করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য।