Site icon janatar kalam

মহাত্মা গান্ধীর শহীদান দিবসে MGNREGA পুনর্বহালের দাবিতে আগরতলায় প্রদেশ কংগ্রেসের গণবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মহাত্মা গান্ধীর শহীদ দিবসে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে উঠল। জাতির জনকের তিরোধান দিবস উপলক্ষে দেশজুড়ে চলা আন্দোলনের অংশ হিসেবে রাজ্যে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট (MGNREGA) পুনর্বহালের দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করলেন কংগ্রেস নেতাকর্মীরা।

শুক্রবার সকাল ১১টা থেকে আগরতলার কংগ্রেস ভবনের সামনে এই কর্মসূচি শুরু হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা-সহ দলের প্রথম সারির নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের পদাধিকারী এবং কর্মী-সমর্থকরা এতে অংশ নেন।
কর্মসূচির শুরুতে নেতৃবৃন্দ কংগ্রেস ভবনে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মৌন মিছিল সহকারে সকলে গান্ধী ঘাটে যান এবং সেখানে জাতির জনকের শহীদ বেদি তথা অন্যান্য দেশনায়কদের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, “কেন্দ্রীয় সরকার MGNREGA আইন বাতিল করে নতুন একটি বিল (VB-G RAM G Bill) এনেছে, যাতে জাতির জনক মহাত্মা গান্ধীর নাম সম্পূর্ণ মুছে ফেলা হয়েছে। এই প্রকল্প গ্রামীণ মানুষের জীবনরক্ষার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার ছিল, যা গান্ধীজীর আদর্শের সঙ্গে গভীরভাবে যুক্ত। নতুন আইনে শুধু নাম পরিবর্তন নয়, গ্রামীণ অর্থনীতি ও মানুষের অধিকারও বিপন্ন হবে। এই অন্যায়ের বিরুদ্ধে দেশব্যাপী কংগ্রেসের আন্দোলন চলছে, আর তারই অংশ হিসেবে ত্রিপুরায় এই গণঅবস্থান পালন করা হল। আমরা দাবি করছি – পুরনো MGNREGA আইন অবিলম্বে পুনর্বহাল করতে হবে।”
এই কর্মসূচি কংগ্রেসের “SAVE MGNREGA” আন্দোলনের অংশ, যা কেন্দ্রের নতুন বিলের বিরুদ্ধে গ্রামীণ শ্রমিকদের অধিকার রক্ষার লড়াইকে তীব্রতর করেছে। রাজ্যের কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

Exit mobile version