জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অসহায় বাবা-মা তাদের ১২ বছরের মেয়ে সাবনুর বেগমের শেষকৃত্যের জন্য প্রতিবশিদের কাছ থেকে টাকা নিয়েছিলেন। সবার সহযোগিতার মাধ্যমেই শেষকৃত্য হয়েছিল। এমনকি সাবনুর অসুস্থ হওয়ার পর জিবি হাসপাতালে আনার সময়ও সাহায্য করেছিলেন প্রতিবেশিরাই।
উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতের নেতাজি কলোনি এলাকায় তাদের বাড়ি। সাবনুরের বাবা-মা জানান মেয়েটি পড়াশোনার সাথে জমিতেও কাজ করতো। গত বুধবার সে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় হাসপাতাল থেকে সাবনুরকে জিবি হাসপাতালে আনা হয়। তারপরেও মেয়েটিকে বাঁচানো যায়নি। শারীরিক কি সমস্যার জন্য তার মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।