Site icon janatar kalam

মরিশাসের প্রধানমন্ত্রী ডঃ নাভিন চন্দ্র রাম গুলাম অযোধ্যায় পুজো অর্চনা করলেন রামললা মন্দিরে

জনতার কলম ওয়েবডেস্ক :- মরিশাসের প্রধানমন্ত্রী ডঃ নাভিন চন্দ্র রাম গুলাম আজ অযোধ্যায় পৌঁছে ঐতিহ্যবাহী স্বাগত জানিয়ে মহর্ষি বাল্মীকী আন্তর্জাতিক বিমানবন্দরে আসামান্য অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কৃষিমন্ত্রী সুর্য প্রতাপ শাহী।

প্রধানমন্ত্রী ডঃ নাভিন চন্দ্র রাম গুলাম অযোধ্যার প্রাচীন শ্রী রামললা মন্দিরে পুজা ও আরতি অনুষ্ঠিত করেন। তিনি প্রায় ৪৫ মিনিট মন্দির প্রাঙ্গণে অবস্থান করে বিশেষভাবে প্রার্থনা ও পুণ্যার্থীর মতো সময় কাটান।

এরপর তিনি মহর্ষি বাল্মীকী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেরাদুনের উদ্দেশ্যে রওনা হন। ডঃ নাভিন চন্দ্র রাম গুলাম’র এই পবিত্র সফর দুই দেশের সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে বিশেষভাবে মনে করা হচ্ছে।

Exit mobile version