Site icon janatar kalam

মন্ডল সভাপতিরা উল্টোপাল্টা পথে চললে পদ থেকে সরিয়ে দেওয়া হবে : প্রাক্তন মুখ্যমন্ত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দল এবং সাধারণ মানুষের জন্য কাজ করুক মন্ডল সভাপতিরা। না হলে তাদের সড়িয়ে দেওয়া হবে ।সোমবার রাজ্যের নতুন মণ্ডল সভাপতিদের উদ্দেশ্যে এমনটাই বার্তা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব।

সোমবার প্রদেশ বিজেপির অধীন ৬০টি মন্ডল কমিটির সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে ।এদিন বিজেপি রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে মন্ডল কমিটির সভাপতিদের নাম ঘোষণা করেন প্রদেশ বিজেপির স্টেট রিটার্নিং অফিসার এস সি দেব। নবনির্বাচিত মন্ডল সভাপতিদের এক প্রতিক্রিয়ায় স্বাগত জানান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব।

তিনি জানান মন্ডল সভাপতিরা নিষ্ঠার সাথে কাজ করুক। উল্টো সিধে কাজের মধ্যে না পা দিয়ে দলের নিয়ম নীতি পালন করুক তারা। মন্ডল সভাপতিদের উদ্দেশ্যে সাংসদ বিপ্লব কুমার দেবের স্পষ্ট বার্তা ,রাজ্যের মানুষ বিজেপিকে ক্ষমতায় এনেছে। আর এই দলের মন্ডলের প্রধান মানে মন্ডলের সভাপতি।তাকে পার্টির সাথে সাধারণ মানুষের সেবা করতে হবে। এই ক্ষেত্রে উল্টোপাল্টা চললে দল ব্যবস্থা গ্রহণ করবে।

সোমবার মজদুর মনিটরিং সেল অনুমোদিত ভ্রাম্যমান কৃত্রিম গো প্রজনন কর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক রক্ত দান উৎসবের আয়োজন করা হয়। এই রক্তদান উৎসবের উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সংসদ বিপ্লব কুমার দেব। এই অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

 

 

Exit mobile version