জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মনিপুর রাজ্যে হিংসাত্মক ঘটনার জন্য মনিপুর কে বিভিন্ন সময় কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিরোধীরা। কিন্তু এবার এর দায় উল্টো কংগ্রেসের ঘাড়ে খেললেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তিনি দাবি করছেন যে রাজ্যে শান্তি ফিরে এসেছে এর কৃতিত্ব জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। মণিপুরের মুখ্যমন্ত্রী বলেন, “আমরা সবসময় তাঁর উপদেশ নিয়ে চলি। সংসদে প্রধানমন্ত্রী মোদি এবং অমিত শাহর বক্তব্য শোনার পর মণিপুরে এখন শান্তি আছে। গৃহহীন মানুষদের পুনর্বাসন এবং পুনরায় বসতি স্থাপনের এটা একটা রুটিন কাজ। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেশ শোনার জন্য এখানে এসেছি।” তাছাড়া মণিপুর হিংসা নিয়ে রাহুল গাঁধীর মন্তব্যের ও কড়া জবাব দেন তিনি। তিনি বলেন, “লাদাখে থাকতে কী করে মণিপুরের কথা বলছেন রাহুল গাঁধী ? যদি লাদাখে থাকেন, তাহলে লাদাখ নিয়ে বলুন। আজ মণিপুর যা হচ্ছে, তা সব কংগ্রেসের সৃষ্টি। মানুষের জীবন নিয়ে রাজনীতি করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।