জনতার কলম ওয়েবডেস্ক :- মণিপুরের ঘটনার পুনরাবৃত্তি রাজস্থানেও। জানা গিয়েছে রাজস্থানে এক আদিবাসী যুবতীকে বিবস্ত্র করে ঘোরানো হয়েছে একটি গ্রামে। এ ধরনের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যম সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়ো পোস্ট করে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন সুকান্ত মজুমদার। তাঁর প্রশ্ন, মণিপুর নিয়ে সরব তৃণমূল কেন এই ক্ষেত্রে নীরবতা পালন করছে। কেননা মণিপুরে এই একই ধরনের ঘটনায় তৃণমূল কংগ্রেস সরব হয়েছিল। তবে এক্ষেত্রে চুপ কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস? এই ঘটনা প্রসঙ্গে পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্তকারীদের মোট ৬টি দল গঠন করা হয়েছে অভিযুক্তদের সবাইকে গ্রেফতার করার জন্য এবং নির্যাতিতা যুবতীর স্বামী সহ মোট তিনজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে।