2024-12-16
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

মথাকে কংগ্রেসে মিশে যাওয়ার আহবান সুদীপের, প্রদ্যুৎকেই কংগ্রেস সভাপতি করার আশ্বাস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মথাকে কংগ্রেসে মিশে যাওয়ার দৃপ্ত আহবান সুদীপের। প্রদ্যুৎকে কংগ্রেস সভাপতি করার আশ্বাস। উপজাতিদের সুবিধা আদায়ে সংসদের শীতকালীন অধিবেশনে যন্তর মন্তরে বসবে ধরনায়।ত্রিপুরার রাজ পরিবারকে মর্যাদা দিয়েছে কংগ্রেস ।রাজাকে এমপি বানিয়েছে কংগ্রেস, মহারানীকে এমপি বানিয়েছে কংগ্রেস, প্রদ্যুৎ কিশোর দেব বর্মনকে প্রদেশ কংগ্রেস সভাপতি বানিয়েছে কংগ্রেস, এ আই সি সির সেক্রেটারি প্রদ্যুৎকে বানিয়েছে কংগ্রেস । আমি এখনও মনে প্রাণে বিশ্বাস করি প্রদ্যুৎ কংগ্রেসের সদস্য । আমি তাকে এখনও খুব ভালোবাসি । তাই মথাকে অনুরোধ করছি অর্থাৎ সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মনকে অনুরোধ করছি, অনেক হয়েছে আর নয়, দলবল নিয়ে কংগ্রেসে মিশে যাও । চলো একসাথে লড়াই করি কংগ্রেসের নেতৃত্ব দাও । সভাপতি পথ গ্রহণ করো আমরা তোমার ডানে বামে থেকে আন্দোলনে সহযোগিতা করব উদাত্ত আহ্বান কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনের।গান্ধী জয়ন্তীতে পোস্ট অফিস চৌমুহনীস্থিত কংগ্রেস ভবনের সামনে আয়োজিত এক যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন আরও বলেন, সংসদে আগামী শীতকালীন অধিবেশনের সময় সমস্ত বিরোধীদল গুলি একত্রিত হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি নেতৃত্বে আমরা যন্তর মন্তরে ধরনায় বসবো । সেখানে উপজাতিদের সমস্ত দাবি-দাওয়া তুলে ধরব, বিশেষ করে ককবরক ভাষাকে রোমান হরফে লেখার স্বীকৃতি প্রদান , এডিসিকে টেরিটোরিয়াল কাউন্সিলে পরিণত করা সহ ডাইরেক্ট ফান্ডিং ও উপজাতিদের অধিকার সুরক্ষিত করা নিশ্চিত করতে আমরা আন্দোলন করবো ।কংগ্রেস ভবনের সামনে আয়োজিত যোগদান সভায় এদিন সিপিআই এর প্রাক্তন মন্ত্রী মনিন্দ্র রিয়াং সহ বিভিন্ন দল ছেড়ে ১৪৭৩ পরিবারের মোট ৭ হাজার ৪২৩ জন ভোটার কংগ্রেসের পতাকাতলে সামিল হয়েছে । তাদেরকে দলীয় পতাকা দিয়ে বরণ করে নিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা ও সর্বভারতীয় কংগ্রেস নেত্রী জারিতা লাইফাং সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রসঙ্গত কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন এদিন কংগ্রেস ভবনের সামনে বক্তব্য রাখতে গিয়ে হঠাৎই মাইক্রোফোন হাতে ঢলে পড়েন । সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে । ঘটনায় ক্ষণিকের জন্য সভা স্তব্ধ হয়ে পড়লেও পরবর্তীকালে কন্টিনিউ করা হয় । এদিনের সভায় কংগ্রেসের উপজাতি অংশের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় । বিশেষ করে প্রত্যন্ত এলাকার গিরিবাসি মহিলারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে ।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service