Site icon janatar kalam

ভ্রাম্যমান কমন সার্ভিস সেন্টারের সূচনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আধার কার্ড, প্যান কার্ড, পি আর টি সি, কাস্ট সার্টিফিকেট, ইত্যাদি সরকারি বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য এখন আর প্রত্যন্ত অঞ্চলের লোকজন ঘাটের পয়সা খরচ করে এসডিএম অফিসে আসতে হবে না। পাড়ায় পাড়ায় পৌঁছে যাবে ভ্রাম্যমান কমন সার্ভিস সেন্টার। সোমবার খোয়াই জেলাশাসক অফিসের কনফারেন্স হলে উত্তর পূর্বাঞ্চলের ডোনার মন্ত্রকের আর্থিক সহযোগিতায়, খোয়াই জেলার ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের ব্যবস্থাপনায় ৩৯ লক্ষ টাকা ব্যয়ে তিনটি ভ্রাম্যমান কমন সার্ভিস সেন্টার সুবিধাযুক্ত গাড়ি জেলার তিনটি ব্লক এলাকার তিনটি এস এইচ জি, সি এল এফ’কে দেওয়া হয়। শুরুতে জেলাশাসক অফিসের কনফারেন্স হলে জেলাশাসক ডি কে চাকমার উপস্থিতিতে ভ্রাম্যমাণ কমন সার্ভিস সেন্টার বিষয়ে আলোচনা করা হয়। পরে জেলাশাসক অফিস প্রাঙ্গনে গাড়িগুলি প্রদান করা হয়। জেলাশাসক ডি কে চাকমা জানান, পদ্মবিল , তুলাশিখর এবং মুঙ্গিয়াকামী ব্লক এলাকায় এই তিনটি গাড়ি থেকে সমস্ত রকম সরকারি বিভিন্ন নথি জনগণ সংগ্রহ করতে পারবে।

 

 

Exit mobile version