জনতার কলম ওয়েবডেস্ক :- জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভোটদান কেবল রাজনৈতিক অধিকার প্রয়োগ নয়, বরং দেশের গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার উপর নাগরিকদের আস্থার প্রতিফলন। তিনি বলেন, ভোটের মাধ্যমেই নাগরিকরা তাঁদের আশা-আকাঙ্ক্ষা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, আজকের ভোটাররাই আগামী দিনের ভারতের রূপকার। তাই সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের উচিত সংবিধানপ্রদত্ত দায়িত্বের কথা মাথায় রেখে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করা।
রাষ্ট্রপতি মুর্মু তাঁর বক্তব্যে উল্লেখ করেন, ভারত বর্তমানে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্র্যাসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স (International IDEA)-এর চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছে। সম্প্রতি অনুষ্ঠিত ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডেমোক্র্যাসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট-এ বিশ্বের বিভিন্ন দেশের ৪২টি নির্বাচন পরিচালন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন বলেও তিনি জানান।
এবছরের জাতীয় ভোটার দিবসের থিম ছিল ‘মাই ইন্ডিয়া, মাই ভোট’, এবং ট্যাগলাইন ‘সিটিজেন অ্যাট দ্য হার্ট অব ইন্ডিয়ান ডেমোক্র্যাসি’। এই উপলক্ষে সদ্য নথিভুক্ত তরুণ ভোটারদের হাতে ইপিক (Electors Photo Identity Card) তুলে দেন রাষ্ট্রপতি।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে সেরা নির্বাচনী চর্চা পুরস্কার প্রদান করা হয়। প্রযুক্তির কার্যকর ব্যবহারের জন্য সেরা নির্বাচন জেলা হিসেবে পুরস্কৃত হয়েছে বিহারের পূর্ব চম্পারণ, কেরালার কাসারগোড এবং তামিলনাড়ুর তাঞ্জাভুর। নির্বাচন ব্যবস্থাপনা ও লজিস্টিক্স বিভাগে পুরস্কার পেয়েছে ওডিশার নুয়াপাড়া, মেঘালয়ের ইস্ট খাসি হিলস এবং বিহারের পূর্ণিয়া।
নবীন ভোটার সচেতনতা উদ্যোগের জন্য পুরস্কৃত হয়েছে বিহারের পাটনা, গুজরাটের বোটাদ এবং কেরালার ওয়েনাড়। আদর্শ আচরণবিধি কার্যকর ও প্রয়োগে সেরা হিসেবে নির্বাচিত হয়েছে মিজোরামের মামিত এবং বিহারের সমষ্টিপুর।
প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির বিভাগে পুরস্কার পেয়েছে বিহারের মধুবনী, উত্তরপ্রদেশের বিজনোর এবং ঝাড়খণ্ডের পাকুর।
বিশেষ পুরস্কার পেয়েছেন বিহারের সিইও বিনোদ সিং গুঞ্জিয়াল, এডিজি কুম এসপিএনও কুন্দন কৃষ্ণন, দিল্লির যুগ্ম সিপি বিজয় কুমার, বিহারের ডিআইজি মানবজিত ধিলোঁ এবং দিল্লি বিধানসভা নির্বাচন ২০২৫-এর নোডাল অফিসার নীরজ কুমার।
মিডিয়া পুরস্কারের ক্ষেত্রে প্রিন্ট বিভাগে দায়নিক জাগরণ (পাটনা), ইলেকট্রনিক রেডিও বিভাগে আকাশবাণীর নিউজ সার্ভিস ডিভিশন (দিল্লি) এবং ইলেকট্রনিক টেলিভিশন বিভাগে নিউজ১৮ বিহার-ঝাড়খণ্ড সম্মাননা লাভ করেছে। সেরা চিফ ইলেক্টোরাল অফিসের সোশ্যাল মিডিয়া টিম হিসেবে নির্বাচিত হয়েছে বিহার সিইও অফিস।
ভোটার শিক্ষা ও সচেতনতা প্রচারে বিশেষ অবদানের জন্য আকাশবাণীর নিউজ সার্ভিস ডিভিশন ইলেকট্রনিক রেডিও বিভাগে বিশেষ মিডিয়া পুরস্কার অর্জন করে। আকাশবাণীর মহাপরিচালক রাজীব কুমার জৈন রাষ্ট্রপতির হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার ড. সুখবীর সিং সন্ধু এবং ড. বিবেক জোশি।

