Site icon janatar kalam

ভিকি খুন কাণ্ডে গ্রেপ্তার আরও এক, ধৃতের নাম আকাশ কর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি খুন কাণ্ডে গ্রেপ্তার আরও এক। ধৃতের নাম আকাশ কর। অভিযোগ আকাশই ভিকিকে গুলি করেছে। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার পাখুর রেল স্টেশন থেকে আরপিএফ অভিযুক্ত শ্যুটার আকাশ করকে গ্রেফতার করে। ধারণা ঘটনার পর অভিযুক্ত রাজ্য ছেড়ে পালায় এবং ঝাড়খণ্ডে চলে গেছে।

ধৃতকে রাজ্যে আনার জন্য বৃহস্পতিবার রাতের বিমানে আগরতলা থেকে পুলিশের টিম ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওয়ানা হয়। উল্লেখ্য ভিকি হত্যা মামলায় এনিয়ে চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এর আগে পুলিশ ভারত রত্ন সংঘের প্রাক্তন সম্পাদক প্রদ্যোত ধর চৌধুরী, সুস্মিতা সরকার ও বীর চক্র ঘোষকে জালে তুলে। বর্তমানে তারা পুলিশ রিমান্ডে রয়েছে।

Exit mobile version