Site icon janatar kalam

ভিকি খুনে গ্রেপ্তার হলো বীরচক্র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ক্লাব সম্পাদক খুনকাণ্ডে পুলিশের জালে আরও এক। বহিঃরাজ্য থেকে অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে আগরতলায় নিয়ে আসে পুলিশ। পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একটি টিম কলকাতায় যায়। রবিবার মুকুন্দপুর এলাকা থেকে ঊষাবাজার ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব হত্যাকাণ্ডে অভিযুক্ত বীর চক্র ঘোষকে আটক করে তারা।

সেখানেই হয় তাঁর ডাক্তারি পরীক্ষা। ট্রানজিট রিমান্ডে সোমবার আগরতলায় বিমানে নিয়ে আসা হয়। যদিও তাঁর গ্রেপ্তারি নিয়ে এদিন পুলিশ মুখ খুলেননি। ভিকি খুনে এখন পর্যন্ত পুলিশের জালে তিনজন। এদের মধ্যে একজন যুবতী। এছাড়া গ্রেপ্তার করা হয়েছে সংঘের প্রাক্তন সম্পাদক প্রদ্যোত ধর চৌধুরীকে।

দুইজনই পুলিশ রিমান্ডে আছে। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। উল্লেখ্য ৩০ এপ্রিল শালবাগান এলাকায় সন্ধ্যারাতে খুন হন ভারতরত্ন সংঘের ক্লাব সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি।

 

 

Exit mobile version