জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৯৬১ সালের ১৯ মে আসামের শিলচর শহরে বাংলা ভাষাকে সরকারী ভাষার স্বীকৃতি দেওয়ার দাবিতে আন্দোলন করতে গিয়ে ১১ জন শহীদ হন। এই দিনটির স্মরনে আমরা বাঙ্গালীর তরফে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাদের দলীয় কার্যালয়ে এই উপলক্ষে এক অনুষ্ঠানে ভাষা শহিদদের স্মরন করেন দলের নেতা কর্মীরা।
এদিন সাংবাদিকদের আমরা বাঙালি দলের সচিব গৌরাঙ্গ রুদ্র পাল বলেন ১৯ মে, ১৯৬১ সালে আসামের শিলচরের এগারো জন বাঙালি মাতৃ ভাষা তথা বাংলা ভাষা রক্ষার জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন। প্রতিবেশী দেশ বাংলাদেশে ভাষা আন্দোলনের নয় বছর পরে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য এমন আরো একটি আন্দোলন হয়েছিল এবং সে আন্দোলেনে একজন নারী সহ এগারোজন বাঙালি বুকের রক্ত দিয়ে প্রাণ উৎসর্গ করেছিলেন আসামের বরাক উপত্যকায়।
আসাম সরকার বরাক উপত্যকায় বাংলা ভাষাভাষীদের অহমীয়া ভাষা চাপিয়ে দিয়েছিলো। বাংলাকে বাদ দিয়ে শুধু একমাত্র সরকারি ভাষা ঘোষণা দিলে বিক্ষোভে ফেটে পড়ে বাঙালিরা এবং পরে তা আন্দোলনের রূপ নেয়। ১৯ মে সকাল-সন্ধ্যা ধর্মঘটের সময় শিলচর রেলওয়ে স্টেশনে রেলপথ অবরোধের সময় বাংলাভাষা আন্দোলন কারীদের প্রতি নির্বিচারে গুলিবর্ষণ এ আর বাহিনী। তাতে ১১জন ভাষা সৈনিক ঘটনাস্থলেই শহীদ হন।