জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার এবং কর্ণাটক ক্রিকেট দলের অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিমানে। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। মায়াঙ্ক, ত্রিপুরারয় রঞ্জি ট্রফি ম্যাচ খেলে ফিরে আসছিলেন, বিমানে ওঠার সঙ্গে সঙ্গে বিমানে থাকা একটি বোতল থেকে জল মনে করে অন্য কিছু খেয়ে নেয়, সাথে সাথেই মুখ ও গলায় সমস্যা হচ্ছিল। তারপরে তাকে বিমান থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সে। এদিকে বর্তমানে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মায়াঙ্ক আগরওয়াল ভালোই আছে হাসপাতাল থেকে ছাড়া দিল্লি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। জানালেন কর্ণাটক রঞ্জিত ট্রফি দলের ম্যানেজার।