জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৬৭ তম জাতীয় স্কুল যোগায় বালক ও বালিকা উভয় বিভাগেই দলগতভাবে ভারত সেরার শিরোপা অর্জন করেছে রাজ্য দল।সোমবার রাজধানীরএনএসআরসিসিতে এই প্রতিযোগিতা সমাপ্ত হয়। ৬৭তম জাতীয় স্কুল যোগা প্রতিযোগিতা সোমবার এন এস আর সি সিতে সমাপ্ত হয়েছে ।৫ দিন ব্যাপী এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৭ বালক ও বালিকা উভয় বিভাগে দলগতভাবে ভারত সেরা হয়েছে রাজ্য দল। বালকদের বিভাগে রাজ্য দল মোট ১৭৮ পয়েন্ট সংগ্রহ করেছে ।এই বিভাগে ১৬৮ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় হয়েছে পশ্চিমবঙ্গ ।১৬৫.৫ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় হয়েছে দিল্লি ।বালিকাদের বিভাগেও দলগতভাবে ভারত সেরা হয়েছে রাজ্য দল। বালিকা বিভাগে রাজ্য দলের সংগৃহীত পয়েন্ট ১৭৫.৮৩ ।এই বিভাগে ১৬২.৬৬ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় হয়েছে পশ্চিমবঙ্গ । ১৫৯. ১ ৬ পয়েন্ট দখল করে তৃতীয় স্থান অর্জন করেছে মহারাষ্ট্র। সোমবার বিকেলে ৫ দিনব্যাপী এই জাতীয় প্রতিযোগিতা সমাপ্ত হয় ।সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সচিব ডাক্তার পিকে চক্রবর্তী, বিশেষ অতিথি ছিলেন স্কুল গেইম ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রতিনিধি এবং পশ্চিম জেলার জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্জী।