জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘ ৪০ বছর পর কোন একজন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শুক্রবার গ্রিসে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী গ্রীসে বক্তব্য রাখতে গিয়ে বলেন , “আজ, ভারত পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক শক্তি এবং প্রতিটি বড় বিশেষজ্ঞ বলছেন যে আগামী কয়েক বছরের মধ্যে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত হবে।” তাছাড়া আইএমএফ হোক বা বিশ্বব্যাংক- তারা ভারতের শক্তিশালী অর্থনীতির প্রশংসা করতে ক্লান্ত হয় না। বিশ্বের বড় বড় সংস্থাগুলো ভারতে বিনিয়োগের জন্য প্রতিযোগিতা করছে। তাছাড় এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, “যখন অর্থনীতি দ্রুত বৃদ্ধি পায়, তখন দেশ দ্রুত দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে আসে।