জনতার কলম ওয়েবডেস্ক :- বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল আজ নয়াদিল্লিতে নেপালের বাণিজ্যমন্ত্রী অনিল কুমার সিনহার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
বৈঠকে দুই দেশ ভারত-নেপাল ট্রানজিট চুক্তির প্রোটোকল সংশোধন সংক্রান্ত বিনিময়পত্রে (Letter of Exchange) স্বাক্ষর করে। এর মাধ্যমে যোগবনী-বিরাটনগর রেল সংযোগের মাধ্যমে কন্টেইনার ও বাল্ক কার্গো পরিবহনের সরাসরি অনুমোদন দেওয়া হয়েছে।
বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের ফলে কলকাতা ও বিশাখাপত্তনম বন্দর থেকে সরাসরি নেপালের কাস্টমস ইয়ার্ড পর্যন্ত পণ্য পরিবহন আরও সহজতর হবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ পদক্ষেপ দুই দেশের মধ্যে বহুমুখী বাণিজ্যিক যোগাযোগ শক্তিশালী করবে এবং নেপালের তৃতীয় দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্কও উন্নত করবে।
বৈঠকে দুই দেশের মধ্যে চলমান সীমান্ত সংযোগ ও বাণিজ্য সহজীকরণ প্রকল্প—যেমন ইন্টিগ্রেটেড চেক পোস্ট এবং অন্যান্য অবকাঠামো উন্নয়ন উদ্যোগ—নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

