Site icon janatar kalam

ভারত–ইন্দোনেশিয়া প্রতিরক্ষা সহযোগিতায় নতুন গতি, নয়া দিল্লিতে তৃতীয় প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক

জনতার কলম ওয়েবডেস্ক :- ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যকার হাজার বছরের প্রাচীন সভ্যতাগত সম্পর্ককে স্মরণ করে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করার আহ্বান জানালেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সোমবার নয়া দিল্লিতে অনুষ্ঠিত তৃতীয় ভারত–ইন্দোনেশিয়া প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি বলেন, ভারত ও ইন্দোনেশিয়া শুধু নিকটবর্তী সামুদ্রিক প্রতিবেশীই নয়, দুটি দেশই ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সভ্যতাগত বন্ধনে গভীরভাবে যুক্ত।

 

রাজনাথ সিং জানান, বহুত্ববাদ, অন্তর্ভুক্তি এবং আইনের শাসন—এই মূল্যবোধ দুটি দেশের সম্পর্ককে আজ আরও দৃঢ় করেছে। তাঁর মতে, দুই দেশের প্রতিরক্ষা সংলাপ এখন দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভে পরিণত হয়েছে এবং আজকের বৈঠক সেই বৃদ্ধিমান আস্থার প্রতিফলন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, বহুপাক্ষিক ইস্যু এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর নতুন দিক উন্মোচন নিয়ে বিস্তৃত আলোচনা হবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী স্যাফ্রি স্যামসুদ্দিনের ভারত সফর দুই দেশের প্রতিরক্ষা সংযোগে নতুন গতি এনে দিয়েছে এবং অংশীদারিত্ব আরও প্রসারিত করার প্রতি দুই দেশের অঙ্গীকার স্পষ্ট করছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ভারত সফরের পর দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। তারই ধারাবাহিকতায় প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

Exit mobile version