জনতার কলম স্পোর্টস ডেস্ক :- ইডেন গার্ডেন্সে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে গভীর চাপে দক্ষিণ আফ্রিকা। দিনের শেষে প্রোটিয়ারা দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে তুলে রেখেছে মাত্র ৯৩ রান। ক্রিজে আছেন টেম্বা বাভুমা ২৯ এবং করবিন বোশ ১।** দক্ষিণ আফ্রিকার লিড দাঁড়িয়েছে ৬৩ রান।
এর আগে আজ ভারতের প্রথম ইনিংস গুটিয়ে যায় ১৮৯ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন কে.এল. রাহুল। ওয়াশিংটন সুন্দর যোগ করেন ২৯ রান।
গতকাল টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে অলআউট হয় ১৫৯ রানে। দুরন্ত ছন্দে ছিলেন ভারতীয় বোলাররা। জসপ্রিত বুমরাহ নেন পাঁচ উইকেট, আর মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব দুটি করে উইকেট তুলে নেন।
টেস্টের তৃতীয় দিনে দুই দলের মধ্যে উত্তেজনা আরও বাড়বে। শুরুতেই উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে কম রানে থামাতে চাইবে ভারত, আর লিড বাড়াতে মরিয়া প্রোটিয়ারা।

