Site icon janatar kalam

ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ

During the match played between India and Bangladesh in the AFC Asian Cup 2027 Qualifiers at J.N Stadium, Shillong on 25th March 2025 Photos : Baranidharan / AIFF

জনতার কলম ওয়েবডেস্ক :- ম্যাচের শুরুতেই কিছু সহজ সুযোগ কাজে লাগাতে পারলে আজেকের গল্পটা ভিন্ন হতে পারতো। ২০ বছরের বেশি সময় ধরে ভারতের বিপক্ষে জয় খরা কাটাতে পারতো বাংলাদেশ। ফিফা ক্রমতালিকায় অনেক নীচে থাকা বাংলাদেশের (১৮৫) বিরুদ্ধে কোনও রকমে ড্র করল ভারত (১২৬)। গোটা ম্যাচে ছন্নছাড়া ফুটবল খেলল তারা।

যে কয়েকটি সুযোগ তৈরি হয়েছিল তা নষ্ট করলেন সুনীল, ফারুখ চৌধরীরা। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে প্রথম ম্যাচ ড্র করল ভারত। ঘরের মাঠে পয়েন্ট নষ্ট করতে হল মানোলো মার্কেজ়ের ছেলেদের।

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ এমনই অনেক সম্ভাবনা গল্প ছিল। তুঙ্গে ছিল প্রত্যাশার পারদ। তবে সেটি পূরণ না হলেও আশাহত হতে হয়নি বাংলাদেশকে। ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে হামজা-তপুরা।

Exit mobile version