Site icon janatar kalam

ভয়াবহ বন্যার পর জেলা-মণ্ডল স্তরের কার্যকর্তারা ক্রমাগত মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন : অমিত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির জন্য পূর্ব কোন ব্যবস্থাই যথেষ্ট নয়। রাজ্যের মানুষ এধরণের বন্যা পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি। সরকার ব্যাপকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শনিবার সাংবাদিক সম্মেলনে একথা বললেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত।

তিনি বলেন ত্রিপুরায় স্মরণাতীত কালের এমন এমন বন্যা পরিস্থিতি হয়নি। এদিন বিকেলে ত্রিপুরা প্রদেশ বিজেপি অফিসে সাংবাদিক সম্মেলন করেন বিজেপি নেতৃত্ব। উপস্থিত ছিলেন প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, ভগবান দাস, মুখপাত্র সুব্রত চক্রবর্তী, মিডিয়া ইনচার্জ সুনিত সরকার সহ অন্যরা। অমিত রক্ষিত বন্যার চিত্র তুলে ধরেন।

তিনি বলেন, ভয়াল বন্যা পরিস্থিতি নিয়ে তিনি জানান এখন পর্যন্ত হিসেবে ভয়ঙ্কর বন্যায় ২৪ জনের মৃত্যু হয়েছে। তিনি জানান ১১ হাজার খাদ্যের প্যাকেট জায়গায় জায়গায় বিলি করা হয়েছে। এটা প্রতিনিয়ত চলছে। সেই সংখ্যা বেড়েছে। প্রদেশ সভাপতি বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ছুটে যাচ্ছেন।

সাংবাদিক সম্মেলনে অমিত রক্ষিত আরও জানান, জেলা-মণ্ডল স্তরের কার্যকর্তারা ক্রমাগত মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন। এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য সকলকে একসঙ্গে ভূমিকা নিতে হবে। ভয়াবহ বন্যায় প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ সারা রাজ্যে প্রায় ৫ হাজার কোটি টাকা। কিছুদিন পরে হয়তো সবকিছুর ক্ষয়ক্ষতির প্রকৃত হিসেব পাওয়া যাবে।

 

 

Exit mobile version