Site icon janatar kalam

ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই দুটি বসত ঘর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই দুটি বসত ঘর। ঘটনা জগহরিমুরা এলাকায়। এই ঘটনা প্রসঙ্গে বাড়ির মালিক অমর চক্রবর্তীর বিবরণে জানা গিয়েছে যে সম্ভবত গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত বলে , কেননা তখন গ্যাসে রান্না করছিলেন তাঁর স্ত্রী ও ঘরে কেউ ছিলেন না। হঠাৎ বাড়ির মানুষ ঘরে আগুন লাগার দৃশ্য দেখতে পেয়েছেন এবং তৎক্ষণাৎ খবর দেন অগ্নি নির্বাপক দপ্তরে , এবং দমকলবাহিনীর লোক এসে তাদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসলেও অগ্নিকাণ্ডে ওই ঘরে থাকা জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

Exit mobile version