জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ঘনিয়ামাড়া এলাকায় উল্টে গেলো বিশালগড় থানার পুলিশের গাড়ি। অল্পতে রক্ষা পেলো চালক সহ পুলিশ ও টিএসআর জোওয়ান। ঘটনা বৃহস্পতিবার দুপুরে। জানা যায় বিশালগড় থানার একটি জিন্সি গাড়ি ঘনিয়ামাড়া পঞ্চায়েত টিলা এলাকায় কয়েকজন পুলিশ ও টি এস আর জোয়ানদের নিয়ে বেড়িয়েছিল, কোন একটি মামলার তদন্তের কাজে।
ফেরার পথে গাড়িটি ব্রেক ফেল হয়ে দুর্ঘটনার কবলে পড়ে। অল্পতে রক্ষা পায় গাড়ির চালক, যদিও সেই সময়ে টিএসআর জোওয়ান ও পুলিশ গাড়িতে ছিলেন না। বিকট শব্দ পেয়ে স্থানীয় এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে আসে এবং উল্টে যাওয়া পুলিশের গাড়িটি উদ্ধার করার ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
তবে অবাক করার বিষয় হচ্ছে বিশালগড় থানায় পুলিশের কাজে যে সমস্ত গাড়ি গুলি ব্যাবহৃত হচ্ছে বেশিরভাগ গাড়িগুলির ফিটনেস শেষ হয়ে গিয়েছে এবং গাড়ি গুলি বহু বছর পুরানো। থানার একাংশ গাড়ি চালকদের অভিযোগ সঠিক ভাবে থানার গাড়ি গুলি মেরামত করা হয় না।