জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ২১ থেকে ২৪ নভেম্বর ভুবনেশ্বরে অনূর্ধ্ব ১৩ ব্যাডমিন্টনের জাতীয় আসর বসছে । ১৪ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ব্যাডমিন্টনের অনূর্ধ্ব ১১ জাতীয় আসর বসছে কলকাতায়। এই দুই জাতীয় আসরে রাজ্য দল গঠনের লক্ষ্যে রবিবার রাজধানীর ফ্রেন্ডস ইউনিয়নের ক্লাব গৃহে একদিনের এক রাজ্য আসরের আয়োজন করা হয়। ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন আয়োজিত এই আসরে রাজ্যের সব কটি জেলা থেকে ৫৫ জন প্রতিযোগী প্রতিযোগিনী অংশগ্রহণ করে ।এদের থেকে অনূর্ধ্ব ১৩ বিভাগে ৮ জন এবং অনূর্ধ্ব ১১ বিভাগে ৮ জন খেলোয়াড়কে জাতীয় আসরের জন্য বাছাই করা হয়। এদিন রাজ্য ব্যাডমিন্টন সংস্থার সম্পাদক সঞ্জীব কুমার সাহা এই সংবাদ জানিয়েছেন।