Site icon janatar kalam

ব্যাটে-বলে একতরফা দাপট দেখিয়ে ২৮০ রানের বিশাল ব্যবধানে জয় পেল টিম ইন্ডিয়া

জনতার কলম ওয়েবডেস্ক :- টেস্ট ক্রিকেটে পরাজয়ের সংখ্যাকে ছাপিয়ে গেল ভারতীয় দলের জয়ের সংখ্যা। চেন্নাই টেস্টে বাংলাদেশকে হারিয়ে নতুন নজির গড়ল ভারত। টেস্ট ইতিহাসে ভারতের ১৭৯তম জয়। সিরিজ শুরুর আগে ভারতের বিরুদ্ধে টেস্ট জয়ের হঙ্কার ছেড়েছিল বাংলাদেশ। কিন্তু পাকিস্তান ও আর টিম ইন্ডিয়া যে এক নয়, তা চেন্নাই টেস্টে টের পেয়ে গেল শান্ত-শাকিব-লিটনরা। প্রথম টেস্টের লজ্জার হারের সম্মুখীন হতে হল বাংলাদেশকে।

প্রথম দিনের দটি সেশন বাদে গোটা ম্যাচে কার্যত বাংলাদেশের উপর শাসন করল ভারতীয় দল। ব্যাটে-বলে একতরফা দাপট দেখিয়ে ২৮০ রানের বিশাল ব্যবধানে জয় পেল টিম ইন্ডিয়া। একইসঙ্গে ২ ম্যাচের সিরিজে ১-০ লিড নিল রোহিত ব্রিগেড।
ম্যাচের চতুর্থ দিনে রোববার লাঞ্চের আগেই গুটিয়ে যায় বাংলাদেশ। ৪০ রানের মধ্যেই শেষ ছয় উইকেট হারিয়ে তাদের ইনিংস শেষ হয় ২৩৪ রানে। রানের হিসেবে বাংলাদেশের বিপক্ষে ভারতের সবচেয়ে বড় জয় এটি। এছাড়া ইনিংস ব্যবধানের জয় আছে পাঁচটি।

ম্যাচের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা রাভিচান্দ্রান অশ্বিন জ্বলে ওঠেন নিজের আসল কাজেও। বল হাতে তার শিকার ৬ উইকেট। ম্যাচ সেরার স্বীকৃতি পান তিনিই। ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। আগের দিন প্রতিরোধ গড়া নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান এ দিন প্রথম ঘণ্টাও কাটিয়ে দেন নিরাপদে।

জাদেজার বলে অবশ্য সাকিবকে ১৭ রানে স্টাম্পিং করার সুযোগ হাতছাড়া করেন রিশভি পান্ত।অশ্বিন বোলিংয়ে আসতেই বদলে যায় চিত্র। তার প্রথম ওভারেই শর্ট লেগে ধরা পড়েন ২৫ রান করা সাকিব।
এরপর একের পর এক উইকেটের পতন। জাদেজার বলে বারবার ধুঁকে স্লিপে ধরা পড়েন লিটন দাস। অশ্বিনকে উড়িয়ে মেরে আউট হন মেহেদী হাসান মিরাজ।এক প্রান্তে দারুণ খেলতে থাকা শান্ত শেষ পর্যন্ত উইকেটে বিলিয়ে দেন জাদেজার বলে তেড়েফুঁড়ে শট খেলে। ৮ চার ও ৩ ছক্কায় ৮২ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

এরপর শেষ দুই উইকেটও দ্রুতই পড়ে যায়। চতুর্থ দিনে ২৫ ওভারের আগেই খেলা শেষ। তিন উইকেট নিয়ে জাদেজার টেস্ট শিকার এখন ২৯৯টি। একই টেস্টে সেঞ্চুরি ও ইনিংসে ৫ উইকেট চতুর্থবার নিয়ে ইয়ান বোথামের রেকর্ডের আরেকটু কাছে যান অশ্বিন। পাঁচবার এই কীর্তি গড়ে বিশ্ব রেকর্ড বোথামের। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু আগামী শুক্রবার।

Exit mobile version