জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি ইস্যুতে এবার পথে নামতে চলেছে যুব কংগ্রেস। শনিবার প্রদেশ যুব কংগ্রেসের কর্মশালায় অংশ নিয়ে একথা জানান বিধায়ক সুদীপ রায় বর্মণ।এদিন আগরতলা প্রেস ক্লাবে হয় একদিনের কর্মশালা। সংগঠনের সকল জেলা ও ব্লক যুব কংগ্রেসে সভাপতিদের নিয়ে এই সেমিনার হয়।
কর্মশালায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ অভিযোগ করেন, নরেন্দ্র মোদীর ১০ বছরের শাসনকালে দেশের বিভিন্ন রাজ্যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। সর্বশেষ নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। দেশের মানুষ একটা বিপজ্জনক পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে। বেকারত্বের জ্বালায় মানুষ দিশেহারা। প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনা মুখ থুবড়ে পড়েছে।
তিনি বলেন,যুবকদের জাগ্রত করতে এবং নেশা বিরোধী লড়াইকে আরও তেজি করার জন্যও এদিন আলোচনা হয়েছে। বিভিন্ন ইস্যুতে যুব কংগ্রেস রাস্তায় নামবে বলেও জানান বিধায়ক। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ, যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা সহ অন্যরা।