Site icon janatar kalam

বেআইনি মদের ঠেকে পুলিশি অভিযান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বাধীনতা দিবসকে সামনে রেখে শহরের বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান জারি রেখেছে পুলিশ প্রশাসন। রবিবার সন্ধ্যায় পশ্চিম থানার পুলিশদের নিয়ে রাজধানীর বটতলা বাজারে আচমকায় হানা দিয়েছে সদর মহকুমা এসডিপিও। এসডিপিওর নেতৃত্বে এদিন বটতলা বাজারে বেআইনি মাদক বিক্রির ঠেক গুলিতে হানা দিয়েছে পুলিশ। বিভিন্ন দোকান থেকে প্রচুর পরিমাণ দেশি ও বিদেশী মদ উদ্ধার করেছে। একই সঙ্গে গ্রেপ্তার করেছে দুই ব্যক্তিকে। এসডিপিও জানিয়েছে স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাজধানীর সমস্ত বাজার গুলিতে পুলিশের এই অভিযান জারি থাকবে।

Exit mobile version