জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মর্মান্তিক-হৃদয়বিদারক ঘটনা। বৃষ্টিতে মাটির ঘর ধসে মৃত্যু হল দম্পতির। আহত এক শিশু রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় শোকের ছায়া খয়েরপুর মেঘলিপাড়া ধর্মটিলা এলাকায়। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে। কয়েকটি ধরেই রাজ্য জুড়ে চলছে বর্ষণ। আর এই বর্ষণেই ঘটে মর্মান্তিক ঘটনা। দুই ছোট সন্তান, স্ত্রীকে নিয়ে ধর্মটিলা এলাকায় বসবাস করে আসছিলেন বয়স ৩৫ এর রাজেন তাঁতি।
তাঁর স্ত্রী ঝুমা তাঁতি।প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও নিজেদের টিনের ঘরে ঘুমিয়ে পড়েন চারজন। বৃষ্টিতে রাতে রাজেন তাঁতির ঘরের পাশে থাকা মাটির ঘরের একাংশ ধসে পড়ে তাদের টিনের ঘরের উপরে।ধারণা অতি বৃষ্টিতে মাটি নরম হয়ে ঘর ধসে পড়েছে। শব্দ পেয়ে স্থানীয়রা ঘর থেকে বের হয়ে দেখেন ঘরের নিচে চাপা পড়েছে পরিবারের চার জন।
পাড়ার লোকজন তাদেরকে মাটির নিচ থেকে উদ্ধার করে প্রথমে রানীরবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।সেখান থেকে গুরুতর আহত দম্পতি সহ দুই শিশুকে জিবিতে রেফার করে দেওয়া হয়। জিবি হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক রাজেন তাঁতি ও তার স্ত্রী ঝুমা তাঁতিকে মৃত বলে ঘোষণা করেন। মৃত দম্পতির এক শিশুর অবস্থা ভালো। তবে অপর এক শিশুকে জিবির আই সি ইউতে রাখা হয়েছে।মৃত দম্পতির দেহ বুধবার ময়না তদন্ত শেষে পরিজনদের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।