janatar kalam

বৃদ্ধাশ্রমের মহিলারাও রাখি পরিয়ে দিল মেয়রকে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাখির উৎসবে মেতে উঠেছে রাজধানীর আপনা ঘর বৃদ্ধাশ্রমের মহিলারা। বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারকে রাখি বন্ধনে আবদ্ধ করেছে আপনা ঘর বৃদ্ধাশ্রমের মহিলারা। একই সঙ্গে আগরতলা পুর নিগমের মহিলা কর্পোরেটররা মেয়র দীপক মজুমদারের হাতে রাখি পরিয়ে দিয়েছেন। এদিন মেয়র দীপক মজুমদার বলেন, আমার সৌভাগ্য আপনা ঘর বৃদ্ধাশ্রমের মায়েরা এসেও আমাকে রাখি পরিয়ে আশীর্বাদ করেছেন। পাশাপাশি শুভেচ্ছা জানাচ্ছি আমি কর্পোরেটর বোনদের। যারা সারা বছর উন্নয়নের কাজে আমাকে সহযোগিতা করে আসছে তারা আজকে আমার হাতে রাখি পরিয়ে দিয়ে সম্পর্কটাকে আরও মজবুত করল। যাতে করে আগামী দিনে উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়।

Exit mobile version