জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতের সংবিধান সর্বোচ্চ। সকল নাগরিক, রাজনৈতিক দল এবং ভারতের নির্বাচন কমিশন সংবিধান অনুসরণ করে। সংবিধানের ৩২৬ অনুচ্ছেদ অনুযায়ী ভোটার হওয়ার যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। শুধুমাত্র ভারতীয় নাগরিক, যাদের বয়স ১৮ বছরের ঊর্ধ্বে এবং যারা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সাধারণ বাসিন্দা, তারাই ভোটার হওয়ার যোগ্য। বিহারে বিশেষ নিবিড় সংশোধন (এস.আই.আর.) ইতিমধ্যেই সফলভাবে শুরু হয়েছে। যাতে প্রতিটি ভোটারের যোগ্যতা যাচাই করা হচ্ছে এবং সব রাজনৈতিক দল
এতে পূর্ণ অংশগ্রহণ করছে। নির্বাচন কমিশনের কাছে ইতোমধ্যেই ৭৭,৮৯৫ জন বুথ স্তরের কর্মকর্তা (বি.এল.ও.) রয়েছেন এবং নতুন ভোটকেন্দ্রগুলির জন্য আরও প্রায় ২০,৬০৩ বি.এল.ও. নিয়োগ করা হচ্ছে। এক লক্ষেরও বেশি স্বেচ্ছাসেবক প্রকৃত ভোটারদের বিশেষত বয়স্ক, অসুস্থ, প্রতিবন্ধী (পি.ডব্লিউ.ডি.), দরিদ্র এবং অন্যান্য দুর্বল শ্রেণির মানুষের- সাহায্য করবেন এস.আই.আর. চলাকালীন।
নির্বাচন কমিশনের সাথে নিবন্ধিত সমস্ত স্বীকৃত জাতীয় ও রাজ্য রাজনৈতিক দল ইতিমধ্যেই ১,৫৪,৯৭৭ বুথ স্তরের এজেন্ট (বি.এল.এ.) নিয়োগ করেছে। তারা চাইলে আরও বি.এল.এ. নিয়োগ করতে পারে। বিহারের বর্তমান ৭,৮৯,৬৯,৮৪৪ জন ভোটারের জন্য নতুন গণনাকারী ফর্ম (ই.এফ.) ছাপানো এবং বাড়ি বাড়ি বিতরণ ২৪৩টি বিধানসভা কেন্দ্রেই শুরু হয়েছে। অনলাইনে নতুন গণনাকারী ফর্ম পূরণ করাও চালু হয়েছে এবং সফলভাবে চলছে।
বর্তমান ৭,৮৯,৬৯,৮৪৪ জন ভোটারের মধ্যে ৪.৯৬ কোটি ভোটার, যাদের নাম ০১.০১.২০০৩ তারিখের শেষ নিবিড় সংশোধিত ভোটার তালিকায় ছিল, তাদের শুধু যাচাই করে ফর্মটি পূরণ করে জমা দিতে হবে। সব ডিভিশনাল কমিশনার ও জেলা ম্যাজিস্ট্রেটগণ এস.আই.আর. চলাকালীন সকল বি.এল.ও.-কে পূর্ণ সময়ে নিয়োজিত করছেন।
বিহারের ৫,৭৪,০৭,০২২টি নিবন্ধিত মোবাইল নম্বরে এস.এম.এস. পাঠানো হচ্ছে। এস.আই.আর.-সংশ্লিষ্ট সমস্ত কার্যক্রম নির্ধারিত সময় অনুযায়ী সুষ্ঠুভাবে অগ্রসর হচ্ছে। ভারতের নির্বাচন কমিশন থেকে এক প্রেস নোটে এই সংবাদ জানানো হয়েছে।