Site icon janatar kalam

বিহারে গণতন্ত্রের উৎসব, প্রথম দফায় ভোট পড়েছে ৫৩.৭৭ শতাংশ

জনতার কলম ওয়েবডেস্ক :- বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলছে রাজ্যের ১৮টি জেলার ১২১টি আসনে। দুপুর ৩টা পর্যন্ত ভোটদানের হার দাঁড়িয়েছে ৫৩.৭৭ শতাংশ। এর মধ্যে বেগুসরাই জেলায় সর্বাধিক ৫৯.৮২ শতাংশ ভোট পড়েছে।

আজ সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে নিরাপত্তাজনিত কারণে সিমরি বখতিয়ারপুর, মহিশি, তারাপুর, মুঙ্গের, জামালপুর এবং সুর্যগড়হা বিধানসভার ৫৬টি বুথে বিকেল ৫টাতেই ভোটগ্রহণ শেষ হবে।

এদিন জনতা দল (ইউনাইটেড)-এর সভাপতি ও রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, বিজেপি নেতা ও উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়, লোক জনশক্তি পার্টি (রামবিলাস) প্রধান চিরাগ পাসওয়ান এবং মহাগঠবন্ধনের ডেপুটি সিএম ও ভিআইপি প্রধান মুখেশ সাহানির মতো বিশিষ্ট নেতারা নিজ নিজ কেন্দ্রের ভোট দিয়েছেন।

পাটনা, বৈশালী, নালন্দা, ভোজপুর, মুঙ্গের, সারন, সিওয়ান, বেগুসরাই, লখিসরাই, গোপালগঞ্জ, মুজাফ্ফরপুর, দরভাঙ্গা, মধেপুরা ও সাহারসা সহ বিভিন্ন জেলায় চলছে ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

Exit mobile version