Site icon janatar kalam

বিহারে এনডিএ বিধায়কদলের নেতা নির্বাচিত নীতীশ কুমার, আগামীকাল দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ

জনতার কলম ওয়েবডেস্ক :- জনতা দল (ইউনাইটেড)-এর সভাপতি নীতীশ কুমারকে আজ বিহারের জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) বিধায়কদলের নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। পাটনায় জোটসঙ্গী পাঁচ দলের নবনির্বাচিত বিধায়কদের যৌথ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সম্প্রতি সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ বিপুল জয় অর্জন করেছে। ২৪৩ সদস্যের বিধানসভায় তারা ২০২টি আসন দখল করে পুনরায় ক্ষমতায় ফিরে আসে। এর আগে দিনেই বিজেপি নেতা সম্রাট চৌধুরীকে দলের বিধায়কদলের নেতা এবং বিজয় সিনহাকে উপ-নেতা হিসেবে নির্বাচিত করা হয়।

জেডিইউ নেতা নীতীশ কুমার আগামীকাল দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। ঐতিহাসিক গান্ধী ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

Exit mobile version