Site icon janatar kalam

তুরুস্কে ভয়াবহ বিস্ফোরণ কয়লাখনিতে

জনতার কলম ওয়েবডেস্ক :- শুক্রবার মধ্যরাতে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনা তুরস্কের উত্তরে অবস্থিত বার্টিন প্রদেশে। জানা যায় খনির ভিতরে প্রায় ১১০জন কাজ করছিলো। তাঁদের মধ্যে অর্ধেক সংখ্যা কর্মী খনির ৩০০মিটার গভীরে ছিল। তখনই হটাৎ বিস্ফোরণ হয়, কমপক্ষে ২৮জনের মৃত্যু হয় বলে জানা যায় আর ১১জনকে উদ্ধার করা সম্ভব হয়। খনির ভিতরে আরো ১২জন বা তার বেশি সংখ্যক কর্মী আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই বিশফোড়নের কারণ খতিয়ে দেখার নির্দেশ দিলেন দেশের শক্তি মন্ত্রী ফাতিহ ডনমেজ।

Exit mobile version