Site icon janatar kalam

ভারতের প্রতি কৃতজ্ঞ প্রকাশ শ্রীলংকার তবে আশঙ্কা বাড়ালো চিন

জনতার কলম ওয়েবডেস্ক :- শ্রীলংকা কে সামুদ্রিক নজরদারিতে সাহায্য করতে বিমান দেওয়ায় ভারতের প্রতি কৃতজ্ঞ প্রকাশ শ্রীলংকার প্রেসিডেন্ট বিক্রমশিঙ্ঘের। শ্রীলঙ্কার বিশেষ ১৫জন পাইলট এই বিমান চালাতে পারবেন। তাঁদের দীর্ঘ ৪মাস ধরে ভারতে প্রশিক্ষন চলছে। এই বিমান দেওয়ার ঠিক একদিন পর ভারতের উদ্বেগ বাড়িয়ে শ্রীলংকার হাম্বানটোটা বন্দরে অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপনাস্র ও স্যাটেলাইট বহনকারী চিনা জাহাজ লক্ষ্য করা যায়। তবে শনিবার ১৬ অগাস্ট থেকে ২২অগাস্ট পর্যন্ত বন্দর ব্যবহারে অনুমতি দিয়েছে শ্রীলঙ্কা। অন্যদিকে অন্যদিকে এই জাহাজের মাধ্যমে প্রযুক্তিকে হাতিয়ার করে ভারতের গোপন তথ্য বের করার চেষ্টা করতে পারে চিন,আশঙ্কা নয়া দিল্লির।

Exit mobile version