Site icon janatar kalam

কেন ? এই অস্ত্রোপচার তাঁর জীবনে মাইলফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেন এক চিকিৎসক বিস্তারিত পড়ুন

জনতার কলম ওয়েবডেস্ক: এক ব্যক্তির পাকস্থলী থেকে এই সব পাওয়া গিয়েছে। যা দেখে, যাঁরা এগুলি বের করেছেন, সংশ্লিষ্ট চিকিৎসকেরা রীতিমতো অবাক হয়ে গিয়েছেন! ঘটনাটি ঘটেছে তুরস্কে।পেটে তীব্র ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন বছর পঁয়ত্রিশের একজন রোগী। কিছুতেই ব্যথা কমছিল না। পরীক্ষা-নিরীক্ষার পরই চিকিৎসকের চোখ কপালে! ওই ব্যক্তির পেটে তাঁরা এই সব অদ্ভুত বস্তুগুলি দেখতে পান। পরে অস্ত্রোপচার করে সেগুলি বের করা হয়। ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি, কবে তাঁর অস্ত্রোপচার হয়েছে—সেসবও বিস্তারিত জানা যায়নি। অস্ত্রোপচার করে একে একে বের করে আনা হয় ২৩৩টি ধাতব মুদ্রা, নখের টুকরো, ব্যাটারি, চুম্বক, স্ক্রু, কাচের টুকরোও! চিকিৎসকেরা শুধু জানিয়েছেন, অস্ত্রোপচারের পর সুস্থ আছেন তিনি।

Exit mobile version